ঝিকরগাছা অফিস : বাঙালির গর্ব, বাঙালির অহংকার ৭১ এর মহান মুক্তিযুদ্ধ। বুকের তাজা রক্ত ঢেলে মুক্তিকামী জনতা ছিনিয়ে এনেছিল এই স্বাধীনতা। তাদের সেই ত্যাগ কখনও ভুলবার নয়। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে সরকারিভাবে বিভিন্ন ভাতা এবং সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। সেই সুযোগ কাজে লাগাতে অনেকেই মুক্তিযুদ্ধ না করেই অনৈতিক পন্থা অবলম্বন করে হয়ে উঠেছেন মুক্তিযোদ্ধা।
মৃত বীর মুক্তিযোদ্ধাদের সাথে নামের মিল থাকায় নিজেদের নামে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি এবং সকল সুযোগ সুবিধা গ্রহণকারী দুই জনের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর যশোরের ঝিকরগাছা উপজেলার ৬৩ জন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর নেতৃত্বে সোমবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুধুমাত্র নামের মিল থাকায় মোঃ ওয়াজেদ আলী, পিতা মৃত সামছুল হক, গ্রাম হরিদ্রাপোতা, ইউনিয়ন শংকরপুর মৃত বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খাঁ, পিতা মৃত বাবু খাঁ এর মুক্তিযোদ্ধা সনদ এবং মোরশেদ আলী, পিতা তারা চাঁদ মন্ডল, গ্রাম কুলিয়া, ইউনিয়ন পানিসারা মৃত মুক্তিযোদ্ধা মশিয়র রহমান, পিতা মৃত তারা চাঁদ মন্ডলের মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির মাধ্যমে নিজেদের নাম মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করে অবৈধভাবে ভাতা সহ যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করছে। উক্ত ২ ব্যক্তি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগ পত্রে স্বাক্ষরকারী বীর মুক্তিযোদ্ধাগন।
অভিযোগ গ্রহণ করে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এবং সোনালী ব্যাংক ঝিকরগাছা শাখার ব্যবস্থাপককে পরবর্তী মাসের পে রোল প্রসেস করার পূর্বে তদন্ত প্রতিবেদন দাখিল করতে এবং প্রাথমিক তদন্তে সঠিক পাওয়া গেলে অভিযুক্তদের পে রোল প্রসেস বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর ওয়াজেদ আলী সংবাদকর্মী দের উপর বিভিন্ন মাধ্যমে চাপ প্রয়োগ করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.