আশরাফুজ্জামান বাবু, প্রতিনিধি, যশোর: বুধবার (৮ফেব্রুয়ারী) সকালে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের দাবীতে যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলা মোড়ে ৫ শিক্ষা প্রতিষ্ঠানসহ ৭ প্রতিষ্ঠান মানববন্ধন করে। প্রায় ৪ সহস্রাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সাংবাদিক এ মানববন্ধনে অংশ নেন। বেলা১০ টায় শুরু হয়ে ১১ টায় মানববন্ধন শেষ হওয়ার ২ ঘন্টা পরেই উক্ত স্থানে অর্থাৎ উপজেলার মোড়ে কাভার্ড ভ্যানগাড়ীর চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ব্যবসায়ি মাসুম বিল্লাহ রনির (২২) প্রাণ গেল। তিনি কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
উপজেলা মোড় থেকে হাসপাতালের সংযোগ সড়কের মধ্যে স্পিড ব্রেকার এবং আন্ডারপাস অথবা ফুট ওভারব্রিজ স্থাপন করা এবং হাসপাতাল সংযোগ সড়কের মুখে অবস্থিত গাছ অপসারণ এর দাবীতে ঝিকরগাছা সেবা সংগঠন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা, ঝিকরগাছা বি এম হাইস্কুল, ঝিকরগাছা সরকারি এম এল হাইস্কুল, ঝিকরগাছা বি এম প্রাথমিক বিদ্যালয় এবং বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনকালে ৪ সহস্রাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সাংবাদিকদের নিকট উপস্থিত হন সড়ক ও জনপদ বিভাগের উপ-সচিব আব্দুল লতিফ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, যশোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ। তারা উপস্থিত হয়ে দ্রুত সময়ের মধ্যে স্পিড ব্রেকার নির্মানের আশ্বাস দেন।
বেলা ২ টার দিকে উপজেলার মোড়ে বেনাপোলগামী যাত্রীবাহী বাস ওভারটেক করতে যায় বেনাপোলগামী মোটরসাইকেল চালক মাসুম বিল্লাহ রনি (২২)। একই সময়ে বেনাপোলগামী আরেকটি কাভার্ড ভ্যান গাড়ী মোটরসাইকেলটিকে (যশোর ল ১১-৯৯০২) ওভারটেক করতে যায়। এসময় কাভার্ড ভ্যান গাড়ী এবং যাত্রীবাহী বাসের মাঝখানে পড়ে যায় মোটরসাইকেল আরোহী। এরপর নাসির গ্রুপের কাভার্ড ভ্যান গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মাসুম বিল্লাহ রনি (২২) মারা যান। নাভারন মোড়ে দুলাভাই হুমায়ুন কবিরের সাথে তার যৌথ মোটর পার্টস এর দোকান রয়েছে।
মানববন্ধনের আয়োজনকারী বি এম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ বলেন, আমরা ৫ শিক্ষা প্রতিষ্ঠান সহ ৭ প্রতিষ্ঠানের প্রায় ৪ সহস্রাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক সড়ক দুর্ঘটনা বন্ধে স্পিড ব্রেকারের দাবীতে মানববন্ধন করেছি। এর ৩ ঘন্টার মধ্যে একজনের মৃত্যু বড়ই কষ্টের।
এ ব্যাপারে জানতে বিকাল সাড়ে ৪ টায় নাভারন হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘাতক কাভার্ড ভ্যান গাড়ির কোন তথ্য পাওয়া যায়নি। সড়কে নিহত রনিকে কেউ নিতে আসেনি। থানায় মামলা হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.