নড়াইল জেলা প্রতিনিধি ॥ পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলে কালিয়া উপজেলার তেলিডাঙ্গা গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়েছেন। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, নড়াইল সদর হাসপাতাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত বাবলু খাকীকে (৫০) নড়াইল সদর হাসপাতালে, মিটু শরিফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও তিলা ফরাজিসহ অন্যান্য আহতদেরকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামের আহাদুর খাকী এবং গফফার শেখের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল এরই জের ধরে সোমবার সকালে গফফার শেখের পক্ষের লোকজনের সঙ্গে আহাদুর খাকী গ্রুপের লোকজনের সংঘর্ষ বেঁধে যায় । এ সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় মো: বাবলু খাকীর চারটি দাঁত ভেঙ্গে যায়। মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এছাড়া মরফুল খাকী, মিন্টু খাকী, মফিজুর খাকীসহ উভয়পক্ষের কমপক্ষে ১২জন আহত হন।
নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা জানান, ঘটনার পরপরই পুলিশ মোতায়ের করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত । কোন পক্ষ এখনো অভিযোগ করেনি অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.