নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে) হাসপতাল ভবনের চতুর্থ নতুন ভবনে এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বড় ধরণের কোনো বিপর্যয়ের আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া অগ্নিকাণ্ডে কোনো হতাহতে খবর পাওয়া যায়নি।
৫ ফেব্রুয়ারি, রবিবার বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলায় কিডনি বিভাগের ডায়ালাইসিস ইউনিটের বাহিরের পাশে বৈদ্যুতিক সর্ট সার্কিটের এসির কম্প্রেসার বিস্ফোরণের এমন ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের ০২ টি ইউনিটের চেষ্টায় ৩টা ১৫মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলে অনেকে নিচে নেমে চলে আসে। ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় কিডনি বিভাগের বিভিন্ন ওয়ার্ড। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পে ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বিবার্তাকে বলেন, এই ঘটনায় রোগীরা দৌড় ঝাপ করলেও কোন বড় ধরণের কোনো ঘটনা ঘটেনি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.