বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সড়কের পাশ থেকে সড়ক ও জনপথ বিভাগের বড় ধরণের দু’টি কাঠাল গাছ অবৈধভাবে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীর বিরুদ্ধে।
শনিবার দুপুরে ভালুকা সখিপুর সড়কে বান্দিয়া নাফকো ফার্মা ফ্যাক্টরীর সামনে থেকে গাছ দু’টি বিক্রি করা হয়।
খোঁজ নিয়ে যায়, বান্দিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সোহল খান, রেজাউল লিটন, তার ভাতিজা মতিউর ও মোস্তাক তাদের বাড়ির পাশে সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৩০ বছর বয়সি ৩০/৩৫ হাজার টাকা মূল্যের দু’টি কাঠাল গাছ বিক্রি করে দেন। আর গাছ দু’টি কিনে নেন একই এলাকার কাঠ ব্যবসায়ী মমতাজ উদ্দিন ওরফে মুজুন মিয়। এর আগেও ওই সড়কের পাশ থেকে বেশ কয়েকটি গাছ বিক্রি করা হয়েছে এবং সড়ক ও জনপথ বিভাগের নজরদারী না থাকায় প্রায়ই ওই সড়কের পাশের গাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
গাছের ক্রেতা মুজুন মিয়া জানান, গাছ দু’টি রেজাউলদের কাছ থেকে তিনি ক্রয় করেছেন।
গাছ বিক্রির কথা স্বীকার করে অভিযুক্ত রেজাউল লিটন জানান, গাছগুলো তারাই লাগিয়েছেন, তাই বিক্রি করেছেন।
সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের (ভালুকা) উপ সহকারী প্রকৌশলী এমএ হালিম জানান, বিষয়টি জানা নেই, খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.