সারাবিশ্ব | তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2202 বার
লাইফ স্টাইল ডেস্ক : ভারতের তো বটেই, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে একজন হলেন মুকেশ অম্বানি (Mukesh Ambani)। তাই স্বাভাবিকভাবেই তাঁর পরিবারের সদস্যরা অত্যন্ত বিলাসবহুলভাবে নিজেদের জীবন কাটান। বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে দামি গাড়ি, ব্র্যান্ডেড পোশাক- মুকেশ, নীতা (Nita Ambani) সবকিছুই দামি ব্যবহার করেন। আর এই কারণে মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামেও উঠে আসেন তাঁরা।
গত কয়েকদিন ধরে যেমন সংবাদমাধ্যমে মুকেশ-পত্নী নীতার ফোনের দাম (Nita Ambani phone price) নিয়ে চর্চা শুরু হয়েছিল। সেই ফোনের দাম শুনে চোখ কপালে উঠেছিল প্রত্যেকের। একটি ফোনের দাম যে এত হতে পারে, তা জানা ছিল না অনেকেরই। তাই স্বাভাবিকভাবেই নীতার ফোনের মূল্য জানার পর আম আদমির ভিরমি খাওয়ার জোগাড় হয়েছিল।
কয়েকদিন আগে জানা গিয়েছিল, নীতার ব্যবহৃত লিপস্টিকের দাম ৩৯ লাখের বেশি। সেই লিপস্টিকে নাকি সোনা এবং হীরের আস্তরণ দেওয়া থাকে। বিশেষভাবে অর্ডার দিয়ে বানানো হয় সেই লিপস্টিক। এই মূল্য শুনে যদি আপনি ভাবেন ফোনের দাম কিছুটা আঁচ করতে পেরেছেন, তাহলে কিন্তু ভুল। কারণ মুকেশ-পত্নীর ফোনের দামের কাছে লিপস্টিকের দাম এক গ্লাস দুধে এক ফোঁটা চোনার মতো!
সোশ্যাল মিডিয়ার ঘুরপাক খাওয়া তথ্য থেকে জানা গিয়েছে, নীতার ব্যবহৃত আইফোনের দাম নাকি ৪৮.৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩১৫ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই দেখছেন। জানা গিয়েছিল, সোনা-হীরে খচিত এই বহুমূল্য ফোনই ব্যবহার করেন রিল্যায়েন্স কর্ণধারের ঘরণী।
যদিও ইন্ডিয়া টুডে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই সংবাদটি আদতে ভুয়ো। এমন ধরণের ফোন বাস্তবে থাকলেও মুকেশ পত্নী সেটি ব্যবহার করেন না। এই বিষয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে রিল্যায়েন্সের অন্দরের লোকেরাই জানিয়েছেন।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাওয়া তথ্য অনুসারে, নীতা আইফোন ৬ পিঙ্ক ডায়মন্ড ব্যবহার করেন। এই ফোনটির পিছনে ২৪ ক্যারাট সোনার মধ্যে একটি বড় আকারের গোলাপি হীরে বসানো থাকে। গোলাপি ছাড়াও কমলা ও নীল রঙের হীরে বসানো ফোনও পাওয়া যায়। স্বাভাবিকভাবেই এই তথ্য দেখে চোখ কপালে উঠেছিল সাধারণ মানুষের। কিন্তু রিল্যায়েন্সের অন্দরের লোকেরাই এই তথ্যকে ভুয়ো বলে উড়িয়ে দেওয়ায় খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁরা।