মোঃ সাইদুল ইসলাম: বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে সাদিপুর সীমান্তের ব্রীজের উপর থেকে ১০টি স্বর্নের বার উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ পাচারকারি পালিয়ে যায়।
সোমবার (২৩ জানুয়ারী) রাত সাড়ে ১১টার সময় আনুমানিক ১ কেজি ১শ৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
নাভারন সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বর্ণ পাচারকারী সদস্যরা সাদিপুর সীমান্ত দিয়ে ভারতের স্বর্ণ পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে ওসি কামাল হোসেন ভূইয়ার নেতৃত্বে বেনাপোল পোর্টথানা পুলিশ সেখানে অভিযান চালালে স্বর্ণ পাচারকারীরা পালিয়ে যায় ৷ পরে সেখান থেকে ১০টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি টাকা ৷ স্বর্ণ পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান৷
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.