আন্তর্জাতিক ডেস্ক : মেঘের এক বিস্ময়কর গঠনের দেখা মিলেছে তুরস্কের আকাশে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে বিরল এই ইউএফও আকৃতির মেঘ দেখা গেছে তুরস্কের বুরসা শহরে। খবর রয়টার্সের।
অদ্ভূত ইউএফও মেঘ দেখতে স্থানীয় অনেক মানুষ জড়ো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে দ্রুত ছড়িয়ে পরে বিস্ময়কর মেঘমালার ছবি ও ভিডিও। তুরস্কের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মেঘের এ গঠনকে বলা হয় ‘লেন্টিকুলার মেঘ’। এ ধরনের মেঘের গঠন সাধারণত পার্বত্য এলাকাগুলোতে দেখা যায়।
এছাড়া, পাহাড়ের ওপর বাতাসের প্রবল ঘূর্ণনবেগ সৃষ্টি করে এ ধরনের অদ্ভূতাকৃতির মেঘ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ঘণ্টাখানেক অক্ষত ছিল ইউএফও আকৃতির মেঘ।
এদিকে দ্য গার্ডিয়ানের মতে, প্রায় বৃত্তাকার মেঘ, যা লেন্টিকুলার ক্লাউড নামে পরিচিত, প্রায় এক ঘন্টা ধরে অক্ষত ছিল। বেশ কিছু ইন্টারনেট ব্যবহারকারী তাদের ফোনে বিরল ঘটনাটি ক্যাপচার করেছে। এটি সূর্যোদয়ের সময় উপস্থিত হয়েছিল এবং মাঝখানে একটি বড় গর্ত দেখায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.