শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : শিবগঞ্জে ভুক্তভোগীদের হামলায় সাব রেজিস্ট্রার ইউসুফ আলী গুরুত্বর আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ সাব রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত ইউসুফ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন জরুরী বিভাগের চিকিৎসক। স্থানীয়রা জানায়, প্রায় চার মাস আগে শিবগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা প্রায় ৩ মাস কর্মবিরতী পালন করে। শিবগঞ্জ সাব রেজিম্ট্রি অফিসের সাবেক এক কর্মচারী অবসরে যাবার পর মারা যান। এরপর তার স্ত্রী প্রতিবন্ধী কন্যা সন্তানের অনুকুলে পেনসনের টাকা প্রাপ্তির জন্য সুপারিশের জন্য শিবগঞ্জ সাব রেজিস্টার ইউসুফ আলীর কাছে প্রায় ১৫ মাস ধরে ঘুরেও কোন সুরাহা মেলেনি। উল্টো কাজ না করে হয়রানীর অভিযোগ করা হয়। দলিল লেখকদের অযথা হয়রানীর অভিযোগসহ, ঘুষ, দূনীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দলিল লেখক বলেন, আমরা বাধ্য হয়ে তার নানান অন্যায় আবদার মেটাতে দলিল সম্পাদনে দাতা ও গ্রহীতার তথ্য ও কাগজপত্রে কোন ভুল না থাকার পরও অতিরিক্ত টাকা প্রদান না করলে তিনি দলিল সম্পাদন করেন না। সম্প্রতি একজনের কাছ থেকেই ৫ লাখ টাকা ঘুষ নেন বলে অভিযোগ রয়েছে। শিবগঞ্জে দিনে প্রায় দুই শতাধিক দলিল সম্পাদন হয়ে থাকে। সাব রেজিস্ট্রার ইউসুফ আলী এ থেকে প্রায় ৫ লাখ টাকা অন্যায়ভাবে নেয়ার অসংখ্য অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ভুক্তভোগীদের হামলায় আহত হন সাব রেজিস্ট্রার ইউসুফ আলী। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। এ বিষয়ে সাব রেজিস্ট্রার ইউসুফ আলীর সঙ্গে একাধিক যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.