আন্তর্জাতিক ডেস্ক : অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার অভিযোগে মিয়ানমারে শিশুসহ ১১২ রোহিঙ্গাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ডিসেম্বরে পুলিশের হাতে আটক হন তারা। ৬ জানুয়ারি তাদের কারাদণ্ড দেন আদালত।
পুলিশের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশত্যাগের জন্য বৈধ কোনো সরকারি অনুমতি না থাকায় তাদের দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ে অনূর্ধ্ব ১৩ বছরের শিশুদের দুই বছর, বাকি শিশুদের তিন বছর এবং বড়দের পাঁচ বছরের কারাদণ্ড দেন দক্ষিণ আয়ারওয়াদি অঞ্চলের আদালত।
নাগরিকত্বসহ যাবতীয় মৌলিক অধিকার থেকে বঞ্চিত মিয়ানমারের রোহিঙ্গাদের বিশ্বের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠীগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। ফলে প্রতি বছরই এ জনগোষ্ঠীর হাজার হাজার মানুষ অবৈধ পথে বাংলাদেশ, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো পার্শ্ববর্তী দেশগুলোতে পাড়ি জমায়। বাংলাদেশের শিবিরগুলো থেকেও অনেকে অবৈধভাবে অন্য দেশে যাত্রা করে থাকে।
জাতিসংঘের শরণানার্থীবিষয়ক সংস্থার তথ্যমতে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বিভিন্ন দেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা বেড়েছে ছয় গুণ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এসব দেশে রোহিঙ্গারা পাড়ি জমায় অপেক্ষাকৃত উন্নত জীবন পাওয়ার আশায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.