নিজস্ব প্রতিবেদক : কারাগার থেকে মুক্তি পেয়েই রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ভিড় জমিয়েছেন নেতাকর্মীরাও।

রাজধানীর পল্টন থানায় করা নাশকতার মামলায় জামিনের পর আজ সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ে নেতৃদ্বয় এসে পৌঁছালে দলের বিভিন্ন নেতাকর্মীরা শ্লোগান দিয়ে তাদের স্বাগত জানান।

দলের মহাসচিবের মুক্তির খবর পেয়ে বিকাল থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হতে থাকেন নয়াপল্টন কার্যালয়ে। এ সময় অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমানুল্লাহ আমান, দক্ষিণের ভারপ্রাপ্ত আহ্বায়ক নবী উল্লাহ নবী, দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুবদল সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না প্রমুখের উপস্থিতি দেখা গেছে।