রাজনীতি | তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 37439 বার
নিজস্ব প্রতিবেদক : বিএনপির গণমিছিল পূর্ব সমাবেশ থেকে আগামী ১১ জানুয়ারি সারাদেশে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণমিছিল পূর্ব সমাবেশে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আগামী ১০ জানুয়ারি সারাদেশে ৪ ঘণ্টা গণ অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ এ নেতা।
তিনি বলেন, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ গণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এদিকে গণমিছিলে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমবেত হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশ শেষে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে গণমিছিল শুরু হয়। এটি শেষ হবে মগবাজার চৌরাস্তায় গিয়ে।
এছাড়া বিএনপি ও তার সমমনা দল ও জোটগুলোর গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে পুলিশকে সতর্ক অবস্থায় থাককে দেখা গেছে। এরই মধ্যে সকালে বিএনপির সমমনা জোট গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে গণমিছিল করেছে।