যশোরের শার্শা উপজেলার জামতলা ডিএসটি মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টার সময় জাঁকজমকপূর্ণ ভাবে উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় ও মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ।
প্রধান অতিথি আসাদুজ্জামান আসাদ বলেন, পরীক্ষায় শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে। লেখা পড়া শিখে মানুষের মত মানুষ হতে হবে।আগামী ২০৪১’ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে। আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাব।তোমরাই হবে সেই স্মার্ট বাংলাদেশের নাগরিক। তোমাদের এখন সেভাবেই গড়ে উঠতে হবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান ইয়াকুব আলী।সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মুজিবর রহমান, অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক লিয়াকত আলি প্রমুখ।
আনুষ্ঠানিক ফলাফল ঘোষনার সময় উপস্থিত অতিথিবৃন্দ প্রত্যেক শ্রেণির প্রথম তিনজনের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন করা হয়।পরবর্তী দশজনকে সান্তনা পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অভিভাবক ও সুধি সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.