সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার ৯ নং জামদিয়া ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টায় তেঘরী গ্রাম সংলগ্ন বিষের খাল নামক বিলে অনুষ্ঠিত এই ঘৌড় দৌড় দৌড় প্রতিযোগিতায় স্থানীয় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রেজাউল ইসলাম খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আঃ রউফ মোল্যা, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিববত, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ রেজাউল ইসলাম মোল্লা, ৮নং ওয়ার্ডের মেম্বর মোঃ মাসুম আলী বিশ্বাস, এসময় মঞ্চে উপস্হিত ছিলেন, ৯ নং ওয়ার্ডের মেম্বর মোঃশেখ সাহাবউদ্দিন, ৫নং ওয়ার্ডের মেম্বর বাবু চিন্ময় ভৌমিক, ২ নং ওয়ার্ডের মেম্বর মোঃআতিয়ার রহমান, ভিটাবল্লা মাধ্যমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আঃ রশিদ মোল্যাসহ স্থানীয় ভিটাবল্লা পুলিশ ক্যাম্পের এ এস আই মোঃ ফিরোজ উদ্দিন ও এ এস আই বাবু লক্ষন কুমারসহ অন্যান্য পুলিশ সদস্যগন।
ঘোড় দৌড় প্রতিযোগীতায় দেশের দক্ষিণ বঙ্গের খুলনা, মাগুরা, নড়াইলসহ যশোরের বিভিন্ন উপজেলা থেকে আসা ২০/২২টি ঘোড়া এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। পয়েন্টের মাধ্যমে এই ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ঘোড়াটি প্রথম পুরষ্কার প্রাপ্ত হয়। পর্যায় ক্রমে প্রত্যেক ঘোড়া ও ঘোড়ার মালিককে দেওয়া হয় আর্থীক সম্মানি। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্লার মতিয়ার রহমানের বাহাদুর নামের ঘোড়া, ২য় হয়েছে যৌথ ভাবে খুলনা ও নড়াইলের ঘোড়া। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আজিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.