চট্টগ্রাম, চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3311 বার
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় ইসলামপুর ইউনিয়নে অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে রবিবার (২৫ ডিসেম্বর) হামলার শিকার হন ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ এর চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ করেসপনডেন্ট আবু আজাদ।
এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিক আবু আজাদ বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী (৫৫), সদস্য মহিউদ্দিন তালুকদার মোহন (৪০), ইটভাটার ম্যানেজার কামরান (৩০), মোহনের সহযোগী কাঞ্চন তুড়ির (৩০)। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী।
ওসি বলেন, ইটভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক আবু আজাদকে জিম্মি ও মারধরের ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৫-৭ জনকে আসামি করা হয়েছে।