নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গ্রাম বাংলার সুস্থ ধারার ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি গ্রাম গঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ময়মনসিংহ বিভাগীয় কমিটির আয়োজনে, ময়মনসিংহ গোপালপুর শাখা সংসদের বাস্তবায়নে দুই দিনব্যাপী ময়মনসিংহের তারাকান্দা গোপালপুর বাজারে অনুষ্ঠিত হচ্ছে “ফিরে চল মাটির টানে” বিভাগীয় লোক সংস্কৃতি উৎসব ২০২২।
দুইদিনের আয়োজন ২৩ ডিসেম্বর শুক্রবার বিভাগীয় লোক সংস্কৃতি উৎসব ২০২২ উদ্বোধন করেন বাউল সিরাজ উদ্দিন খান পাঠান । উপস্থিত ছিলেন অমিত রঞ্জন দে সাধারণ সম্পাদক উদীচী কেন্দ্রীয় কমিটি, বাবুর মিয়া সরকার সাধারণ সম্পাদক আওয়ামীলীগ তারাকান্দা উপজেলা শাখা, ড. সিরাজুল ইসলাম প্রতিষ্ঠাতা জে.কে.বি কলেজ শম্ভুগঞ্জ, মোরশেদুল আলম প্রক্তন চেয়ারম্যান চরঈশ্বরদীয়া ইউনিয়ন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সন্তোষ কুমার রাজভর সদস্য সচিব উদীচী ময়মনসিংহ বিভাগীয় কমিটি, মোঃ রাকিব আকন্দ সাধারণ সম্পাদক উদীচী গোপালপুর শাখা সংসদ। সভাপত্বিত করেন সারওয়ার কামাল রবীন আহবায়ক উদীচী ময়মনসিংহ বিভাগীয় কমিটি।
দুই দিনব্যাপী এ আয়োজনে প্রথম দিনে উদ্বোধনি সংগীত পরিবেশন করেন উদীচী ময়মনসিংহ জেলা সংসদ । অনুষ্ঠানে পরিবেশন হয় লোকনৃত্য, লোকগীতি, লোকনাট্য, ঢাক-বাদন, বিয়ের গীত, বউল গান ইত্যাদি।
উৎসবে ময়মনসিংহ বিভাগের ৪ জেলা থেকে আগত দল ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক শিল্পীরা অংশ নিচ্ছেন। এ ছাড়া উৎসব প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বিক্রয় কেন্দ্র।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.