মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে বিএনপির গণমিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজনে মিছিল বের হয়। সদর উপজেলার পঞ্চাসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় গণমিছিল বের করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন নেতাকর্মীরা।
তাদের অভিযোগ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব কেন্দ্রীয় নেতার মুক্তির দাবিতে গণমিছিলের আয়োজন করা হয়। কিন্তু পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকা থেকে মিছিল নিয়ে মুক্তারপুর পুরনো ফেরিঘাট এলাকার প্রধান সড়কে উঠতে গেলে পুলিশ বাধা দেয়। পরে তারা পঞ্চসার ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পথসভা করেন।
কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার বিএনপি আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক মজিবর দেওয়ান প্রমুখ।
আব্দুস সালাম বলেন, ‘আমরা বেলা সাড়ে ১১টার দিকে সারা দেশের কর্মসূচি অংশ হিসেবে মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকার গণমিছিল নিয়ে বের করি। কিন্তু পুলিশি বাধায় মিছিল করতে পারিনি। সংক্ষিপ্ত সমাবেশ করেছি।’
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনসারউজ্জামান জানান, বিএনপি নেতাকর্মীরা মুক্তারপুরের অবস্থান নিয়ে সংক্ষিপ্ত পথসভা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.