নিজস্ব প্রতিবেদক : আগামীকাল আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল। কাউন্সিলকে সামনে রেখে একদিন আগে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের তিন নেতাকে আমন্ত্রণ জানিয়েছে দলটি। আমন্ত্রণ পাওয়া নেতারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান ও নজরুল ইসলাম খান।
শুক্রবার সকালে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির শীর্ষ তিন নেতাকে আমন্ত্রণ জানাযন। আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ দপ্তর সম্পাদক আবু সায়েমের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় সম্মেলনের অভ্যর্থনা কমিটির সদস্যরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
এ সময় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আওয়ামী লীগের প্রতিনিধিদের বলেন, ‘আমাদের সব নেতারা কারাগারে। আমরা সম্মেলনে কিভাবে যাবো।’
এর জবাবে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম বলেন, ‘এটা সরকারের ব্যাপার। আমরা দলের পক্ষ থেকে এসেছি। আমরা আশা করি, আপনাদের প্রতিনিধি দল সম্মেলনে যাবেন।’
এরপর প্রিন্স বলেন, ‘দলের হাই কমান্ডের সঙ্গে আলোচনা করে জানানো হবে।’
আমন্ত্রণপত্র গ্রহণের সময় অন্যদের মধ্যে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-তথ্য বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ কয়েকজন বিএনপি নেতা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.