আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনা নতুন করে মাথাব্যাথা বাড়িয়েছে। চিনে করোনার নতুন ভ্যারিয়েন্টের উৎপত্তি বিশ্বের কাছে ফের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেখানে হু হু করে বাড়ছে সংক্রমণ। শুধু তাই নয় চিনে আঘাত করা করোনার এই নতুন প্রজাতির সন্ধান মিলেছে ভারতেও। আক্রান্ত হয়েছেন ৪ জন। সেই ঘটনার প্রেক্ষিতেই বুধবার জরুরি বৈঠকে বসে কেন্দ্র। তারপরই দেশের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু তাই নয় নতুন করে জারি করা হয়েছে নির্দেশিকা। এর মধ্যেই দেশের রাজ্যগুলিকে জিনোম সিকয়েন্সিং নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন এই করোনার বাড়বাড়ন্ত নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র বিস্তারিত জানিয়েছে। দেশের সমস্ত রাজ্যগুলিকে সতর্ক থাকা পরামরশ দিয়েছে। সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের যাতে স্ক্রিনিং করানো হয় সেই ব্যবস্থা নিশ্চিত করা হয় তার জন্য নির্দেশ দিয়েছে। সেই সঙ্গেই জিনোম সিকয়েন্সিং নিশ্চিত করার নির্দেশও দিয়েছে কেন্দ্র। জনবহুল এলাকা ফের মাস্ক পরার পরামর্শও দেওয়া হয়েছে। মনোজ আগরওয়াল এদিন বলেছেন, “গতকাল (বুধবার) গোটা দেশে করোনার এই বিস্তার দেখে রাজ্যগুলিকে বিস্তারিত জানিয়েছে এবং সমস্ত রাজ্যে জিনোম সিকয়েন্সিং নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, চিনে উদ্ভুত ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট BF.7 চিন্তার কারণ হয়ে উঠেছে। চিন ছাড়াও আক্রান্তের সংখ্যা বাড়ছে জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ব্রাজিলের মতো দেশগুলিতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য দেশের কোভিড পরিস্থিতি নিয়ে শীর্ষ আধিকারিক এবং বিশেষজ্ঞদের সাথে একটি বৈঠক করেছেন। ওড়িশা এবং গুজরাটে চার জনের দেহে মিলেছে নতুন করোনার ভ্যারিয়েন্ট। বাংলা সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা স্বাস্থ্যকর্তাদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেছেন। সব মিলিয়ে ফের বিশ্ব জুড়ে করোনার চোখ রাঙানি আতঙ্কের কালো মেঘ ছাড়াচ্ছে।
সুত্র -- খাস খবর।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.