বিল্লাল হোসেন, ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নে কোটিপতির নামে সরকারি বন্দোবস্ত বরাদ্দ, দরিদ্র আলিমুদ্দীন ষড়যন্ত্রে বরাদ্দকৃত জমি থেকে বঞ্চিত করার অভিযোগ হতদরিদ্র আলিমুদ্দিনর।
সরজমিন গিয়ে জানা যায়, উপজেলার মেদুয়ারী ইউনিয়নে ভূমিহীনদের নামে সরকার (২০টি) পরিবারকে জমি ও একটি করে ঘর বন্দোবস্ত বরাদ্দ দেয়। গত ১৯৮৬ সালে প্রতি পরিবারের নামে (৫৬ শতাংশ) জমিসহ একটি করে ঘর। ওই ২০ পরিবারে গঠিত কমিটি সিদ্ধান্ত মোতাবেক নাম করণ করে নিঝুরী বনরুপা আদর্শগ্রাম। ওই বরাদ্দকৃত জমি বরাইদী মৌজার সাবেক (৩৪,৮৩ দাগে ৫৬ শতাংশ) জমি ও একটি ঘর বরাদ্দ হয়। উপজেলার বান্দিয়া গ্রামের মৃত: সুবেদালী ফকিরের ছেলে আলী আলিমুদ্দিন ফকিরের নামে। ওই বন্দোবস্তকৃত জমিতে সরকার থাকার জন্য একটি করে টিনস্টে ঘর নির্মাণ করে দেন। ঘর নির্মার পর আলী আলিমুদ্দিন প্রায় ১০ বছর বসবাসের পর তার ফুফু জহুরা খাতুনকে ওই ঘরে থাকার ব্যবস্থা করে দেন। আলিমুদ্দিন তার সংসারের চাহিদায় ঢাকায় কাজ করতে যান। এদিকে সেটের্ম্যান্ট জরিপের লোকজন আসলে। আলী মুউদ্দীনের ফুপা সাহেদ আলী আলী মুউদ্দিনকে জানান। ওই জমির রেকর্ড করাতে হবে। জরিপের লোকজন আসছেন। আলী মুউদ্দিন খবর পেয়ে ফুপা সাহেদ আলীর কাছে টাকা পাঠায় এবং দলিল মূলে রেকর্ড করানো জন্য। তার ফুফু ও সাহেদ আলীকে বলে দেন। ওই ঘরে থাকায় সেই সুবাদে সাহেদ আলী তার নিজ নামে জমিটুকুর বি. আর. এস রেকর্ড করে নেন। পরবর্তীতে আলী আলী মুউদ্দিন ফকিরের বন্দোবস্ত বাতিলের একটি কপি আলী মমউদ্দীনকে ও বনরুপা আদর্শগ্রামের লোকজনসহ আরও এলাকার বেশ কিছু লোকজনকে দেখান। অপর দিকে একই ভূমি আলী মুউদ্দীন ফকির তার নামে গত ১৫ সালের দিকে একটি জমাখারিজ করে নেয়। এদিকে আলী মুউদ্দীনের ফুফু ও ফুপা মৃত্যুর পর মৃত: সাহেদ আলীর ছেলে জয়নাল আবেদীন আলী মুউদ্দীনের নামে বন্দোবস্তটি বাতিল করা হয়েছে বলে আলী মুউদ্দীনকে জানান। আলী মুউদ্দীন তার বন্দোবস্তকৃত ওই আদর্শগ্রামে বর্তমান বসবাস করছেন। অপর দিকে জয়নাল আবেদীন তিনিও দাবি করেন। এ নিয়ে দু'পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময়ে অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা করা হচ্ছে।
ভুক্তভোগে আলীমুদ্দিন ফকির জানান, সরকার জমি ও একটিঘর দেওয়ার পর ভূমিতে বসবাস অবস্থায় আমি ওই ঘরে আমার সুদর ফুফু জহুরা খাতুন ও ফুপা সাহেদালীকে রেখে সংসারের চাহিদা আমি ঢাকায় কাজ করতে যা-ই। সেই সুবাদে আমার ফুফা সাহেদালী নিজ নামে জমিটুকুর বি. আর. এস রেকর্ড করে নেন।
জয়নাল আবেদীন তিনিও দাবি করেন। আলী মুউদ্দীনর বন্দোবস্তটি বাতিল হয়েছে এবং পরবর্তীতে নামে বন্দোবস্তুটি দেওয়া হয়েছে।
স্থানীয় সুশীল সমাজের অভিমত। ময়মনসিংহ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি যে, সুষ্ঠ তদন্তের মাধ্যমে মালিকানা প্রকৃত ভূমি মালিক বুঝিয়া পায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.