মণিরামপুর প্রতিনিধি ।। যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে কাগজপত্রবিহীন মামলা ২৭টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত বাজারের বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করেন যশোর ট্রাফিক পুলিশ। যশোর ট্রাফিক পুলিশের (সার্জেন্ট) মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে ট্রাফিক পুলিশের (এ টিএস আই) মোঃ নাছিরুল ইসলামসহ কনস্টেবল আমিনুর এই অভিযানে অংশ নেয়। মোটরসাইকেল জনিত দুর্ঘটনারোধে হেলমেট ব্যবহারে সচেতনতামূলক প্রচারণা ও একই বাইকে তিনজন উঠা বন্ধে এ অভিযান শুরু হয়েছে। সব ধরনের চ্যালেঞ্জকে মাথায় নিয়ে, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন যশোর ট্রাফিক পুলিশ সদস্যরা। জব্দ কৃত মোটরসাইকেল রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়েছে। যশোর ট্রাফিক পুলিশের (সার্জেন্ট) মেহেদী হাসান বলেন, আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করছি আইন শৃঙ্খলা রক্ষার্থে। অনেকেই মোটরসাইকেল চালাচ্ছেন ঠিকই কিন্ত নিজেকে সুরক্ষা দিতে হেলমেট মাথায় পরছেন না, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায়। আমরা এ অভিযান পরিচালনা করে যাচ্ছি, নিয়োমিত অভিযান পরিচালনা করলে আস্তে আস্তে এ অপরাধ গুলো বন্ধ হয়ে যাবে। পুলিশ প্রশাসনের উপস্থিতি যত বেশি থাকবে ততই অপরাধ গুলো কমে যাবে। এই সার্বিক বিবেচনা করে আমরা এ অভিযানগুলো পরিচালনা করি। অভিযান পরিচালনা করার উদ্দেশ্য হলো মানুষকে বিভিন্নভাবে সচেতন করা সচেতন হওয়া।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.