সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলার বাজারে জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা। গত কয়েক দিনে তীব্র শীতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই অভিজাত মার্কেটগুলোতে বেচাকেনা কম থাকলেও ফুটপাতে বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা। প্রতিবছর শীতের শুরু থেকে বোয়ালমারীর বিভিন্ন বাজারে ফুটপাতে মৌসুমি ব্যবসায়ীদের বেচাকেনা বেড়ে যায়।
সম্প্রতি ফুটপাতের দোকানগুলো ঘুরে দেখা গেছে, শীতবস্ত্র বেচাকেনার তীব্র ভিড়। ঈদবাজারের মতো আগ্রহ নিয়ে লোকজন শীতের কাপড় কিনছেন। তবে এ ফুটপাতে পুরুষ ক্রেতার চেয়ে নারী ক্রেতার সংখ্যাই বেশি দেখা গেছে। শীতবস্ত্রের মধ্যে বেশি বিক্রি হচ্ছে বাচ্চা ও বয়স্কদের কাপড়।
বোয়ালমারী উপজেলার রেনী নগর থেকে আসা গৃহবধূ মৌসুমি আক্তার বলেন, ‘আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য এই ফুটপাতের বাজার খুবই দরকারি ছিল। হাতের নাগালেই সবকিছু সস্তা দামে পাওয়া যাচ্ছে এখানে। ফুটপাতের এই বাজারের অধিকাংশ দোকানেই কাপড় বিক্রি হচ্ছে। তাই কম দামে নিত্য নতুন জামাকাপড় পাওয়া যাচ্ছে এখানে।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.