স্টাফ রিপোর্টার ঃ যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয় দিক-নির্দেশনায় ওসি, ডিবি জনাব রুপন কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে যশোর জেলার আইন-শৃংখলা উন্নয়ন, চুরি/ডাকাতি রোধে জেলা গোয়েন্দা শাখার টিম প্রতিনিয়ত অভিযান পরিচলনা করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় বাঘারপাড়া, যশোর কোতয়ালী, অভয়নগর, মনিরামপুর এলাকায় একাধিক ডাকাতি সংঘটনের ঘটনায় মাঠে নামে ডিবির একাধিক টিম।
পুলিশ বুর্র্য অফ ইন্টেলিজেন এর তথ্য মতে, বাঘারপাড়ার করিমপুরে জনৈক আরাফাত, পিতা- শহিদুল ইসলামের বাড়ীতে ইং ১৮/১০/২০২২ তারিখে সংঘটিত ডাকাতির ঘটনার সূত্র ধরে ডিবি’র পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম, পিপিএম এসআই শামীম হোসেন, কনস্টেবল আঃ বাতেনদের সমন্বয়ে একটি চৌকশ টিম ইং ২৯/১১/২০২২ তারিখ হইতে ৩০/১১/২০২২ তারিখ ভোর পর্যন্ত কাশিয়ানী থানা, নড়াইল, কালিয়া, তেরখাদা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত চক্রের ১০ সদস্যকে আটক করে তাদের হেফাজত থেকে লুন্ঠিত ৪ ভরি ১১ আনা স্বর্ণালংকার, ১টি মোবাইল, নগদ ২২,০০০/- টাকাসহ ডাকাতি কাজে ব্যবহৃত মটরসাইকেল, মাষ্টার চাবি, গাছি দা, দা, রড, খেলনা পিস্তল, মোবাইল ফোন জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদেরকে বাঘারপাড়া এলাকায় ৩ দিনে ৪টি ঘটনা, কোতয়ালী থানাধীন তপস্বীডাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়ে তথ্য প্রমান পাওয়া যায় । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক খুনসহ ডাকাতি, ডাকাতি, চুরি মামলা তদন্ত ও বিচারাধীন মামলার তথ্য প্রমান পাওয়া রয়েছে বলে জানা গেছে ।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, যশোরে থাকা তাদের সদস্যদের মাধ্যমে বাড়ী সনাক্ত পূর্বক তারা একত্রিত হয়ে বিভিন্ন বাড়ীতে ডাকাতি সংঘটন করে।
গ্রেফতারকৃতরা হলো ১। আরজ আলী (৪৫), পিতা- জহুর মোল্লা, মাতা- সালেহা বেগম, সাং- কুমড়ি পূর্বপাড়া, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল ২। তারিকুল ইসলাম (৩২), পিতা- বাবু শেখ, মাতা- মনোয়ারা বেগম, সাং- তালতলা গুচ্ছগ্রাম, স্থায়ী- ফলসি পশ্চিমপাড়া, থানা- কাশিয়ানী, জেলা গোপালগঞ্জ, ৩। নাদিম মাহমুদ (২৭), পিতা- ওহিদুল মোল্লা, মাতা-মর্জিনা বেগম, সাং-চালনা, থানা-নড়াগাতি, জেলা-নড়াইল, ৪। ওহিদ মোল্লা (৪০), পিতা- মৃত কলিন মোল্লা, মাতা- আলেকজান বিবি, স্থায়ী সাং-নলিয়ারচর, থানা-তেরখাদা, জেলা-খুলনা বর্তমান ঠিকানা-দক্ষিন জোগানিয়া রবিউলের বাড়ীর ভাড়াটিয়া, থানা-নড়াগাতি, জেলা-নড়াইল,
৫। রুবেল সরদার (৩৪), পিতা-আক্তার সরদার, মাতা- লেকজান, সাং-জোকারচর, থানা-কালিয়া, জেলা-নড়াইল,
৬। সবুজ কাজী (৩৬), পিতা- মৃত আব্দুর রহমান কাজী, সাং-ফলসি পশ্চিমপাড়া, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ,
৭। বোরহান সরদার(৩৫), পিতা-মৃত আঃ গফফার সরদার, মাতা- আকলিমা বেগম, সাং-ফলসি চরপাড়া, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ, ৮। শাহ আলী @ বাবু (৩৮), পিতা- হেমায়েত শেখ, সাং- জোকারচর, থানা-কালিয়া, জেলা-নড়াইল, ৯। আফরোজা (৩২), স্বামী- মিরাজ শেখ @ ডিটল, পিতা- হেমায়েত শরিফ, সাং-আদমপুর, থানা-তেরখাদা, জেলা-খুলনা, ১০। সুনাম বিশ্বাস (৩২), পিতা- মুকুল বিশ্বাস, সাং-নলিয়ারচর, থানা-তেরখাদা, জেলা-খুলনা
আটক কৃতদের কাছ থেকে উদ্ধারকৃত আলামতের মধ্যে :
১। লুন্ঠিত ১ টি মোবাইল ফোন
২। লুন্ঠিত ৪ ভরি ১১ আনা স্বর্ণ।
৩। নগদ ২২,০০০/- টাকা।
৪। ১টি মটরসাইকেল।
৫। মটরসাইকেলের মাষ্টার চাবি।
৬। ডাকাতি কাজে ব্যবহৃত মোবাইল।
৭। ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.