লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে সাদ্দাম হোসেন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে চোরাকারবারীর অভিযোগ ছিল।
২৭ নভেম্বর, রবিবার ভোরে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার ঘুটিয়ামঙ্গল গ্রামের কাশিয়ার মেলা সীমান্তের ৯০১নং মেইন পিলারের ১৬ এস ছাফ পিলার এলাকার এ ঘটনা ঘটে। পরে দুপুরে হাতীবান্ধা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত সাদ্দাম হোসেন উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার ঘুটিয়ামঙ্গল গ্রামের আছির উদ্দিনের ছেলে।
জানা গেছে, শনিবার রাতে চোরাকারবারিদের একটি দলের সাথে ভারতীয় গরু পারাপারের জন্য গোতামারী ইউনিয়নের ওই সীমান্তে যায় সাদ্দাম হোসেন। এ সময় ভারতীয় নৌহাটি কাসারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে। এরপর তাকে নির্যাতন করে মুমূর্ষু অবস্থা সীমান্তের ৯০১নং মেইন পিলারের ১৬ সাফ পিলারের নিকট ফেলে রেখে যায় বিএসএফ সদস্যরা। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাব্বেরুল ইসলাম মোনা বলেন, খবর পেয়ে সাদ্দাম হোসেনের বাড়িতে গিয়েছিলাম। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। এছাড়া পুলিশ মরদেহটি উদ্ধার থানায় নিয়ে যায়।
এ বিষয়ে লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস বলেন, মরদেহর শরীরে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.