শার্শা অফিস : যশোরের শার্শায় আফিল জুট উইভিং মিলে ভয়াবহ আগুন লেগেছে। বৈদ্যতিক শর্টসার্কিটের কারণে এই ভয়াবহ আগুন লাগে বলে তাৎক্ষণিক ভাবে জানা গেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
শনিবার দুপুর ১টার সময় হঠাৎ আকর্ষিক ভাবে লাগে জুট মিলের পূর্ব পাশের দুটি গোডাউনে। আগুন নেভাতে যেয়ে আলী হোসেন নামে এক শ্রমিক মারাত্মক আহত হয়েছে।
অন্য দিনের মত শ্রমিকরা কাজ করছিল গোডাউনে। তারা হঠাৎ দেখতে পায় গোডাউনের পিছন দিকি আগুন লেগেছে। মুহূর্তের মধ্যেই ধোয়াই আচ্ছন্ন হয়ে যায় গোটা এলাকা। অবস্থা দেখে শ্রমিকরা দিক-বিদিক ছুটতে থাকে। খবর পেয়ে প্রথমে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুনের ভয়াবহতা বেশি হওয়ার করণে পরে ঝিকরগাছা এবং কলারোয়া থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট যোগ দেয়।
বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মকর্তা তপন কুমার দেবনাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে।
আফিল জুট উইভিং মিলস লিমিটেডের ব্যবস্থাপক (উৎপাদন) কবিরুজ্জামান সাংবাদিকদের বলেন, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সম্ভবত শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। মিলের পেছনের অংশের ৩টি ইউনিটের উৎপাদিত সুতা, বস্তা ও পাটসহ মেশিনে আগুন ধরে যায়। মিলের শ্রমিকরা প্রথম দিকে আগুন নেভানোর চেস্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি শেডের পাট পাটজাতদ্রব্য ও মেশিন পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরুপণ করা না গেলেও প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ শতকোটি টাকা ছাড়িয়ে যাবে।
আফিল জুট উইভিং মিলস লিমিটেড যশোরের শার্শার সরকার দলীয় এমপি শেখ আফিল উদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.