নড়াইল জেলা প্রতিনিধি ॥ জেলায় দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল সোয়া ১০টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল হাসান, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: মারুফ হাসান, জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মোহাম্মদ শামীম হোসেন। অনুষ্ঠানটি সসঞ্চালনা করেন মুন্সী আসাদুর রহমান। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন।যার সুবিধা পাচ্ছে এদেশের মানুষ। প্রযুক্তি-বান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে এবং সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে এ মেলার আয়োজন। ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাষ্ট্র এবং ভিশন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন এবং প্রযুক্তির সাথে মানুষের মেলবন্ধন তৈরিতে কাজ করছে
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.