খেলাধুলা ডেস্ক : ইংল্যান্ড যে বিশ্বকাপের জন্য ফেবারিট, তা প্রথম ম্যাচের প্রথমার্ধেই বুঝিয়ে দিয়েছে তারা। আল রাইয়ানের খলিফা স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছে এশিয়ান টিম ইরানের। তুলনামূলক দুর্বল হলেও ইরানকে কোনোই ছাড় দেয়নি ইংলিশরা। বরং, ইরানের জালে একের পর এক বল জড়িয়েছে তারা এবং প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে রয়েছে ইংলিশরা।
প্রথম ৩৫ মিনিট ইরানের ডিফেন্স ভাঙতে পারেনি ইংল্যান্ড। ৩৫তম মিনিটে দুর্দান্ত হেডে ইরানের গোলের তালা খোলেন জুড বেলিংহ্যাম। ৪৩ মিনিটে দ্বিতীয় গোল করেন বুকায়ো শাকা এবং ৪৫তম মিনিটে তৃতীয় গোল করেন রাহিম স্টার্লিং।
গোলরক্ষক আলিরেজা বেইরানভান্ড আহত হলে খেলা নষ্ট হয় প্রায় ১৪ মিনিট। প্রথমার্ধ শেষ হওয়ার পর এই ১৪ মিনিটকে ইনজুরি টাইম হিসেবে গণ্য করা হয়।
এর আগে, খেলার শুরুর দিকে সতীর্থ ফুটবলারের সঙ্গে ধাক্কা চোটাক্রান্ত হন ইরানের গোলরক্ষক আলিরেজা। চোট গুরুতর হওয়ায় মাঠে দীর্ঘক্ষণ চিকিৎসার পরে বের হয়ে যান তিনি।
তার পরিবর্তে হোসেন হোসেইনি ওয়ার্ম আপ করে মাঠে নামেন। এত বড় মঞ্চে তার অবশ্য সেভাবে খেলার অভিজ্ঞতা নেই।
সোমবার কাতার বিশ্বকাপের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ইরান। শক্তি কিংবা বিশ্বমঞ্চে খেলার অভিজ্ঞতা, দুটোতেই এগিয়ে হ্যারি কেইনের দল। অন্যদিকে এশিয়ার পরাশক্তি ইরান থ্রি লায়ন্সদের গতিময় আক্রমণ রুখতে পারবে কিনা আছে সেই প্রশ্নও। তবে ফুটবলে ঘটতে পারে যেকোনো কিছুই, তাই সম্ভাবনা রয়েছে ভালো লড়াইয়েরও।
ইরান: আলিরেজা বেইরানবন্দ, সাদগে মহারামি, মোর্তেজা পৌরালিগাঞ্জি, জালাল হোসেইনি, মিলাদ মহাম্মেদি, আহমেদ নৌরালাহি, সইদ ইজাতোলাহি, এহসান হজসাফি, আলিরেজা জাহানবখস, মেহদি তারেমি এবং বাহিদ আমিরি। কোচ: কার্লোস কুইরোজ।
ইংল্যান্ড: জর্ডন পিকফোর্ড, কাইরান ট্রিপিয়ার, হ্যারি ম্যাগুয়ের, জন স্টোনস, লুক শ, ডেক্লান রাইস, ফিল ফোডেন, জুড বেলিংহ্যাম, বুকাও সাকা, রহিম স্টার্লিং এবং হ্যারি কেন। কোচ: গ্যারি সাউথগেট।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.