সানজিদা আক্তার সান্তনা : পটলের নাম শুনলেই অনেকেই নাক সিঁটকান। পটলের ভর্তা বানান, দেখবেন চেটেপুতে পাত সাফ হবেই।
বাড়িতে হঠাৎ করে অতিথি এসেছেন অথচ রাঁধার মতো মাছ-মাংস না থাকলেও পটল দিয়েই বানান ভর্তা। ঠিকমত ভর্তা করলেই আঙুল চেটে কুল পাবেন না অতিথিরা।
উপকরণ:
শুকনো লঙ্কা: ২ টি, কালো জিরে: আধ চা চামচ, রসুন কুচি: ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি: ২০০ গ্রাম, কাঁচা লঙ্কা: ২-৩ টি, হলুদ গুঁড়ো: ১ টেবিল চামচ, লাল লঙ্কার গুঁড়ো: ১ টেবিল চামচ, নুন, চিনি: স্বাদ মতো, সরিষার তেল: ৪ টেবিল চামচ
প্রণালী:
পটলের খোসা ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিন। এ বার কেটে রাখা পটলগুলি সামান্য ভাপিয়ে নিয়ে মিক্সিতে ভাল করে ঘুরিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। এ বার একটি কড়াইতে তেল গরম করে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নিন। এ বার একে একে রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে খানিক ক্ষণ নাড়াচাড়া করুন। গুড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে বেটে রাখা পটল দিয়ে নাড়তে থাকুন। পরিমাণ মতো নুন, চিনি দিয়ে নাড়াচাড়া করুন। স্বাদ আরও বেড়ে যাবে যদি কয়েকটি চিংড়ি মাছ ভেজে দিয়ে দিতে পারেন। মিনিট পাঁচেক পর উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পটলের ভর্তা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.