নুরতাজ আলম, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বড় ভাই আব্দুর রশিদ হত্যা মামলায় ছোট ভাই দুরুল হুদাকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত হচ্ছে জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ি গরিয়া বাজারের মৃত উমিদ আলীর ছেলে দুরুল হুদা (৬৪)।
অতিরিক্ত পিপি মো. রবিউল ইসলাম জানান, বড় ভাই আব্দুর রশিদের সাথে তার ভাই মোঃ দুরুল হুদার বাড়ির রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০১৮ সালের ৪ মার্চ সকালে আব্দুর রশিদ বাড়ির পাশে কাজ করার সময় দুরুল হুদা ধারালো দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারিভাবে কোপ মেরে তাকে হত্যা করে।
এ ঘটনায় নিহত’র স্ত্রী মোসা. জেলেখা বেগম বাদি হয়ে ওইদিনই গোমস্তাপুর থানায় দুরুল হুদাকে একমাত্র আসামী করে হত্যা মামলা দায়ের করে। পরে, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শেখ শাহীন কামাল ২০১৮ সালের ১৫ এপ্রিল আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমানাদি শেষে বিচারক উপরোক্ত রায়ে দন্ডিত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.