সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. জাকির হোসেন (৩০) গত চারদিন ধরে নিখোঁজ। এ ঘটনায় চিন্তিত স্বজন ও তার সহকর্মীরা। বিষয়টি নিয়ে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায় , গত ৮ নভেম্বর হাসপাতালে ডিউটি করেন তিনি। এরপর ৯ নভেম্বর ভোরে সহকর্মী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ক্ষুদেবার্তা পাঠিয়ে নিরুদ্দেশ হন তিনি। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহসিন উদ্দিন ফকির বলেন, গত ৮ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত তিনি হাসপাতালে কর্মরত ছিলেন। এরপর বুধবার ৯ নভেম্বর ভোর সাড়ে ৫টার দিকে ডা. জাকির আমাকে একটি মেসেজ দেন, তার শাশুড়ি খুবই অসুস্থ তাকে জরুরি বাড়ি (মানিকগঞ্জে) যেতে হচ্ছে। এরপর আমি ঘুম থেকে উঠে কল করলে তার ব্যবহৃত মোবাইলফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
ডা. মোহসিন বলেন, একই মেসেজ তিনি তার সহকর্মী ডা. মঈন উদ্দিন আহমেদকেও দিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে তার স্ত্রী আমাকে ফোন করে জানান, তার স্বামী ডা. জাকির হোসেনকে দুইদিন ধরে মোবাইলফোনে পাচ্ছেন না। তখনই আমি চিন্তায় পড়ে যাই এবং বিস্তারিত বিষয় নিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলি। তার স্ত্রীকেও ডা. জাকির হোসেন মেসেজ দিয়ে জানিয়েছিল, যে তার মোবাইল বন্ধ থাকবে এবং মোবাইলে চার্জ হচ্ছে না। তারপর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার রাতে ভাঙ্গা থানায় একটি জিডি করি।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ডা. জাকির হোসেনের বিষয়ে ডা. মোহসিন উদ্দিন ফকির একটি জিডি করেছেন। আমরা তার মোবাইলফোন ট্র্যাক করে সন্ধান করার চেষ্টা করছি। শুক্রবার দুপুরে ডা. জাকির হোসেনের ভাঙ্গার সরকারি বাসভবনে তল্লাশি করা হয়েছে। তবে কোনো আলামত পাওয়া যায়নি। তার ব্যবহৃত ব্যাগটিও বাসায় রয়েছে। তার সন্ধান পেতে কাজ করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.