নুরতাজ আলম, চাঁপাইনবাবগঞ্জ।। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে স্বামীর চাহিদা মত যৌতুকের টাকা দিতে না পারায় আত্মহত্যা করেছে জনৈক বিজিবি সদস্যর স্ত্রী সালমা।
ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের নামো কয়লাদিয়াড় গ্রামে। উম্মে সালমা হলো ওই গ্রামের বদিউরের ছেলে রনির স্ত্রী। উম্মে সালমা গত বৃহস্পতিবার রাত্রি ৮টার সময় নিজ শয়ন কক্ষে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মেয়ের পরিবারের অভিযোগ, আমাদের মেয়ে প্রেম করে বিয়ে করেন, বিয়ের পর ছেলের পরিবার এবং বিজিপি সদস্য রনি যৌতুকের জন্য নির্যাতন করতে থাকেন,এর প্রেক্ষিতে দুই পরিবার মিলে সমঝোতার চেষ্টা করা হলে ছেলের পরিবার ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করেন, মেয়ের পরিবার যৌতুকের টাকা দিতে না পারায় উম্মে সালমাকে মেরে ফেলা হয়েছে, এর সুষ্ঠু বিচার চেয়ে মেয়ের মা বারবার কান্নায় ভেঙে পড়েন।
বিজিপি সদস্য রনি ও তার পরিবার মেয়ের পরিবারের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা যৌতুকের জন্য নির্যাতন করিনি, মেয়ে নিজেই আত্মহত্যা করেছেন।
এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। মেয়ের মা বাদী হয়ে রনি সহ ৫ জনকে আসামি করে মামলা করেছেন। আইনী ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.