নিজস্ব প্রতিবেদক : বেনাপোলে জেল ও মুক্তিযোদ্ধা হত্যা দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বেনাপোল বন্দর প্রেসক্লাবে দিবসটি স্মরণে এ আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র শার্শা উপজেলা শাখা।
৩ নভেম্বর ও ৭ নভেম্বর জেল ও মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষ্যে এ স্মরণ সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মুনসুর আলী, এএইচএম কামরুজ্জামান, বীর উত্তম মেজর জেনারেল খালেদ মোশারফ, বীর উত্তম কর্ণেল এটিএম হায়দার বীর বিক্রম কর্ণেল খন্দকার নাজমুল হুদাসহ শত শহীদ বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র যশোর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক স্পন্দন পত্রিকার প্রতিনিধি শেখ কাজিম উদ্দিন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির নিজস্ব প্রতিবেদক আজিজুল হক, এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র শার্শা উপজেলা শাখার নির্বাহী সদস্য দেবুল কুমার দাস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র বেনাপোল পৌর শাখার সভাপতি আলী হোসেন, সাংবাদিক আলী হোসেন বাচ্চু, একুব্বর রহমান, সামাজিক ব্যক্তিত্ব তাপস কুমার দে প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.