নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত যুব মহাসমাবেশে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১১ নভেম্বর, শুক্রবার বিকেল ২টা ৩৫ মিনিটে তিনি সোহরাওয়ার্দী উদ্যান লেকের পূর্ব পাশে নির্মাণ করা মঞ্চে উপস্থিত হন।
পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে মহাসমাবেশ শুরু হয়। এরপর বেলুন উড়িয়ে সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে যুবলীগের বছরব্যাপী অনুষ্ঠামের উদ্বোধন করেন। এসময় আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল তার সাথে ছিলেন।
যুবলীগের এই মহাসমাবেশে অংশ নেয়ার জন্য আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এর আগে সকাল থেকে মহাসমাবেশ সফল করতে মিছিলে মিছিলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন দলটির নেতা-কর্মীরা। গায়ে বাহারি রঙের টি-শার্ট, মাথায় ক্যাপ আর হাতে ফেস্টুন নিয়ে আসেন তারা।
দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় আসা নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। সারি সারি হয়ে বিভিন্ন গেট দিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন নেতা-কমীরা।
এদিকে, যুব মহাসমাবেশকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা। উদ্যানের বিভিন্ন গেট দিয়ে প্রবেশের সময় নিরাপত্তা গেট পার হতে হচ্ছে নেতা-কর্মীদের। এছাড়া, মূল সভামঞ্চের কাছাকাছি যেতেও পাড়ি দিতে হচ্ছে নিরাপত্তা গেট। সতর্ক অবস্থান নিয়েছেন সেনাবাহিনী, র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.