এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করছেন স্বাস্থ্য সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে তিনি সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম দেখেন ও খোজখবর নেন।
স্বাস্থ্য সচিব চিকিৎসকদের উদ্দেশ্যে এ সময় বলেন, বর্তমান চিকিৎসকরা প্রাইভেট ক্লিনিকে বেশী সময় দিচ্ছেন। এটি করা যাবে না। শুধু টাকার পেছনে ছুটলে হবে না। রোগীদের প্রতি আন্তরিক হয়ে সেবা দিতে হবে। চিকিৎসক হওয়ার আগে সবাই সেবা করার উদ্দেশ্য নিয়েই এ পেশায় যোগ দিয়েছেন। এ সময় হাসপাতালের নষ্ট সিটিস্ক্যান মেশিন মেরামত করার নির্দশনা দেন স্বাস্থ্য সচিব।
হাসপাতালের চিকিৎসক সংকট নিয়ে স্বাস্থ্য সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসন হাওলাদার বলেন, এখানে চিকিৎসক দিলে অনেকে থাকতে চান না। তারপরও যেসব চিকিৎসক সংকট রয়েছে সেগুলা এখান পাঠানোর ব্যবস্থা করা হবে। বর্তমান হাসপাতালটিতে জেনারেল সার্জন, নাক, কান, গলা, চর্ম যৌন, শিশু বিশেষজ্ঞ ছাড়াও আরও অনেক পদই চিকিৎসক শূন্য রয়েছে।
সদর হাসপাতাল পরিদর্শনকালে এ সময় তার সাথে আরা উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. সবিজুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আবাসিক মেডিকেল অফিসার ফয়সাল আহম্মেদ, ডাঃ হাফিজুর রহমান, ডাঃ আসাদুজ্জামান, ডাঃ জয়ন্ত কুমারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিগণ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.