সনতচক্রবর্ত্তী: ফরিদপুরে ১২ নভেম্বর বিভাগীয় গণসমাবেশের জন্য বিএনপিকে শহরের উপকণ্ঠের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট স্কুল মাঠ বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (৭ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা। তবে দলীয় ফোরামে মিটিং করেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
বিএনপি সূত্রে জানা যায়, ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশের জন্য বিএনপির পক্ষ থেকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের মাঠসহ বিকল্প আরও তিনটি স্থান চাওয়া হয়েছিল। এর মধ্যে কোমরপুরের স্কুল মাঠ ছিল না।
আরও জানা যায়, সোমবার দুপুরে শহরের রাজেন্দ্র কলেজ মাঠে সম্ভাব্য গণসমাবেশস্থল পরিদর্শনও করে বিএনপির প্রতিনিধি দল। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, বিভাগীয় গণসমাবেশে জনস্রোত দেখে সরকার ভীত হয়ে বড় মাঠ দিতে চাচ্ছে না। তারা ছোট মাঠ দিতে চাচ্ছে। তবুও আমরা আশা করছি, আমাদের রাজেন্দ্র কলেজের মাঠেই জনসভার অনুমতি দেবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.