নড়াইল প্রতিনিধি ॥ নড়াইল জেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি: নং-১২৯৫) ত্রি-বার্ষিক নির্বাচনে নব নির্বাচিত সাধারন সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুন বলেছেন, শ্রমিকদের স্বার্থ ও ন্যায়দাবী পূরণে নিজেকে আজীবন নিয়োজিত রাখতে চাই।
শ্রমিকদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যেতে চাই।শ্রমিকরা সমাজের অংশীজন এটা যেন সবাই অনুধাবন করতে পারেন সে বিষয়ে আমার পরিষদের সবাইকে নিয়ে কাজ করে যাবো।রোববার বিকেলে শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতকারে তিনি একথা বলেন।
শ্রমিক নেতা মামুন আরো বলেন, আমি ১৯৯৮ সালে ¯œাতক ডিগ্রি অর্জন করি।পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শিক্ষায় এম.এ প্লিমিনিারী পাশ করি। আমার পিতা লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দু’বার মেম্বার নির্বাচিত হয়েছিলেন।আমার পিতাকে দেখেছি সাধারন মানুষের বিপদে আপদে পাশে থাকতে।তাই ছোট বেলা থেকে আমার ইচ্ছা ও উদ্দেশ্য ছিল সমাজের খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানোর।তাই কোন চাকরিতে না গিয়ে শ্রমিকদের পাশে থেকে তাদের স্বার্থ ও ন্যায়দাবী আদায়ে কাজ শুরু করি।তিনি ২০০৪ সালে শ্রমিক ইউনিয়নের লোহাগড়া থানার শাখা সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০১৯ সালে ২৭ জুলাই অনুষ্ঠিত শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে সেক্রেটারি পদে প্রতিদ্বন্দিতা করায় প্রতিপক্ষ গ্রুপের লোকজন ঈর্ষান্বিত হয়ে তার এবং পরিবারের মান সম্মান ক্ষুন্ন ও হেয় প্রতিপন্ন করার জন্য ওই বছর ২৫ আগষ্ট ষড়যন্ত্রমূলকভাবে তাকে মাদক মামলায় ফাঁসিয়ে দেয়।ষড়যন্ত্রমূলকভাবে এ মাদক মামলায় ফাঁসানোর পর ধিক্কার ও নিন্দা জানান শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।প্রতিকূলতা কাটিয়ে তিনি চলতি বছরের গত ২৯ অক্টোবরের নির্বাচনে সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করে শ্রমিকদের সমর্থনে বিপূল ভোটে জয়লাভ করেন।
শ্রমিকদের জন্য নিজস্ব জায়গা কিনে সেখানে শ্রমিক ভবন নির্মাণ, ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিকদের সন্তানদের পড়ালেখার খরচ ও বিনামূল্যে বইখাতা কিনে দেয়া,শ্রমিকদের মৃত্যুকালীন ও অবসরকালীন ভাতা বৃদ্ধি,চিকিৎসা ভাতা প্রদানসহ শ্রমিকদের নানা সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দেন তিনি।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মো: রবিউল হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক ও যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সেলিম রেজা মিঠু বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুনসহ নব নির্বাচিত অন্যান্য সদস্যদের সাফল্য কামনা করেছেন।
শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত নেতৃবৃন্দ সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে ষড়যন্ত্রমূলক ফাঁসানো মামলা থেকে অব্যাহতি দানে জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর নড়াইল জেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.