আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহছান উদ্দীন তালিকা ভুক্ত বন্ধের দিনে আবারও স্কুল খোলা রাখলেন।
সোমবার(৭ নভেম্বর) ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে সারাদেশে স্কুল, কলেজ, মাদরাসা ছুটি থাকলেও ব্যতিক্রম শুধু ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। এদিনও সকাল পৌনে ৮ টা থেকে পৌনে ১০ টা পর্যন্ত স্কুলের সকল শিক্ষার্থীদের কোচিং এ আসতে বাধ্য করেছেন প্রধান শিক্ষক মোঃ আহছান উদ্দীন। এছাড়াও তিনি সরকারের বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঘোষিত সাপ্তাহিক ছুটির দিনেও (শুক্র এবং শনিবার) স্কুল পরিচালনা করেন যেটি নিয়ে গত ৫ নভেম্বর পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছিল। অভিভাবক এবং শিক্ষকরা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, এই প্রধান শিক্ষক স্কুলে যোগদান করার পর থেকেই নিয়ম কানুনের তোয়াক্কা না করে স্বেচ্ছাচারী ভাবে স্কুল পরিচালনা করছেন। প্রতিবাদ করলে তাকে বিভিন্ন ভাবে চাপে রাখেন তাই উনার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেননা। ক্ষুদ্ধ অভিভাবকবৃন্দ প্রশ্ন রাখেন, এই প্রধান শিক্ষকের খুঁটির জোর কোথায়? কিভাবে তিনি সরকারি বন্ধের দিনও স্কুল খোলা রাখেন? এবিষয়ে সকলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.