আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের অদম্য মেধাবী, পক্ষাঘাতগ্রস্ত, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী জ্যোতি হোসেন রবিবার (৫/১১/২২) অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। জানালেন পরীক্ষা ভালো হয়েছে। প্রতিবন্ধীতার কারণে নির্ধারিত সময়ের অতিরিক্ত ২০ মিনিট সময় বেশি পেয়েছেন। শ্রুতি লেখক হিসেবে তার সহযোগী হিসেবে উপস্থিত থেকে খাতায় লিখে দিয়েছেন পাইলট উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম খাতুন।
জ্যোতির হাত পা সহ পুরো শরীর অবশ বা পক্ষঘাতগ্রস্থ। শুধু মুখ দিয়ে কথা বলতে পারেন। এজন্য পরীক্ষার রুমে তার শ্রুতি লেখক প্রয়োজন হয়।
পক্ষাঘাতগ্রস্থ জ্যোতি এভাবেই প্রাথমিক, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে প্রতিবারই জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এবারের পরীক্ষাতেও সে যোগ্যতার ধারাবাহিকতা বজায় রাখবে বলে জানিয়েছেন। কিছুদিন আগে জ্যোতির সাফল্য নিয়ে পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
ঝিকরগাছা পৌরসভার ৭নং ওয়ার্ডের আব্দুল খালেক এবং রেক্সোনা হোসেন দম্পতির বড় মেয়ে এই জ্যোতি হোসেন পড়াশোনা শেষ করে আবহাওয়াবিদ হতে চায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.