আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ থেকে একটি র্্যালী শহর প্রদক্ষিন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
"বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আলোচনা সভায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু,উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ খন্দকার সালমুন আহম্মেদ ডন,থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় স্বগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মমতা বানু।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কেন্দ্রীয় তন্তবায় সমিতির সভাপতি আলহাজ্ব শেখ নুর মহাম্মদ জকু,কেন্দ্রীয় তন্তবায় সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম রহমান সিঞ্জুল,প্রেসক্লাবের সভাপতি খ,হামিদুল ইসলাম,টিবিসিসি সমবায় সমিতির চেয়ারম্যান মুকছার আলী,মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত,মোঃ হাসান আলী প্রমুখ।সভায় কয়েকজন সমবায়িকে স্বল্প সুদে ঋন প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.