আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদ অভিমুখে লংমার্চ চলাকালীন গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) ওয়াজিরাবাদে দলীয় সমর্থকদের সমাবেশে গুলিবিদ্ধ হন ইমরান খান। বিষয়টি নিশ্চিত করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
জানা গেছে, ইমরানের ডান পায়ে গুলি লেগেছে। হামলায় আরও আহত হয়েছেন পিটিআই নেতা ফয়সাল জাভেদ ও আহমেদ চাত্তা। হামলাকারীকে সাথেসাথেই গ্রেফতার করা হয়েছে।
গত শুক্রবার (২৮ অক্টোবর) লাহোর থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে লংমার্চ শুরু করেন ইমরান খান। নিজের আন্দোলনকে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৩ সালে পাকিস্তানের ১০তম নির্বাচনে ইমরান খানের দল দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আসন জেতে। আর ২০১৮ সালের ২৫ জুলাই পাকিস্তানের ১১ তম জাতীয় পরিষদ নির্বাচনে ইমরানের দল আসন সংখ্যার বিচারে সর্ববৃহৎ দলে পরিণত হয়।
তিনি ২০১৮ সালের ১৮ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ২০২২ সালের ১০ এপ্রিল জাতীয় পরিষদে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধিরা। যেখানে ১৭৪ ভোটে পরাজিত হয়ে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন।
এর আগেও পাকিস্তানে একাধিক নেতানেত্রী জনসভায় হামলার শিকার হয়েছেন। দেশের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলি খান জনসভায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
২০০৭ সালের ডিসেম্বরে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র নেত্রী বেনজির ভুট্টো রাওয়ালপিন্ডির জনসভায় জঙ্গি হামলায় প্রাণ হারান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.