সনতচকণবর্ত্তী: ফরিদপুরে খন্দকার নুরু মিয়া বাইপাস মহাসড়কের গোয়ালকান্দি নামক স্থানে দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইয়াসমিন (৪৬) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় অন্তত ১০ জন আহত হন।
বুধবার (০২ নভেম্বর) দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান।
ওসি জানান, মঙ্গলবার (১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩ টার দিকে ফরিদপুরের খন্দকার নুরু মিয়া বাইপাস মহাসড়কের গোয়ালকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় বাসের সামনের সিটে বসা এক নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (০১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা থেকে নড়াইলগামী দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
মহাসড়কের পাশে বালুর স্তুপ থাকায় গাড়িটির চাকা বালুর ওপর দিয়ে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
শহিদুর রহমান জানান, মঙ্গলবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে দিগন্ত পরিবহনের একটি বাস খাদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর বাড়ি নড়াইল জেলার কালিয়ার সাতবাড়িয়া গ্রামে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.