মোঃ সাইদুল ইসলাম : বন্দর নগরী বেনাপোলে বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র অনুষ্ঠান শুভ ‘কঠিন চীবর’ দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বেনাপোল স্বপন বড়ুয়া চৌধুরী বৌদ্ধ বিহারে এই দানোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৌদ্ধ বিহারে ভিক্ষুদের উদ্দেশ্যে সংঘ দান, অষ্ট পরিস্কার, বুদ্ধ মূর্তি, কল্পতরু, হাজার প্রদীপসহ অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী দান করে। এটি বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র অনুষ্ঠান। ভিক্ষুদের পরিধেয় চীবরের (কাপড়) অভাব মোচন এবং বৌদ্ধ নরনারীদের মধ্যে দানের চেতনা বাড়ানোর জন্য ভগবান বুদ্ধ কঠিন চীবর দান প্রবর্তন করেন। এ দানের প্রভাবে ধন সম্পদ লাভ করা যায় বলে বিশ্বাস করেন তারা।
চট্রগ্রামের পাহাড়তলী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘরাজ মহানন্দ এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাভারণ সার্কেল জুয়েল ইমরান, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়াসহ বৌদ্ধ বিহারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
বেনাপোল বৌদ্ধ বিহারের পক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন স্বপন বড়ুয়া চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.