সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের বোয়ালমারীতে কমিউনিটি পুলিশিং ডে-র অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলার অধিকাংশ জনপ্রতিনিধি। শনিবার থানা চত্বরে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে-র অনুষ্ঠানে অংশগ্রহণ না করে থানার সামনে গোহাটায় অবস্থান নেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজাসহ ৬ ইউপি চেয়ারম্যান।
অনুষ্ঠান বর্জনকারী চেয়ারম্যানগণ হলেন- চতুলের মো. রফিকুল ইসলাম, বোয়ালমারী সদরের আব্দুল হক, সাতৈরের রাফিউল আলম মিন্টু, ঘোষপুরের ইমরান হোসেন নবাব, শেখরের কামাল আহমেদ এবং রূপাপাতের মিজানুর রহমান সোনা। অন্য চার ইউপির চেয়ারম্যানরা দাওয়াতে আসেননি। এদিকে দিবসটি জাঁকজমকপূর্ণভাবে পালন করলেও স্থানীয় অনেক গণমাধ্যমকর্মীদেরই দাওয়াত দেয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে চতুল ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, নির্দিষ্ট সময় ১১টার ৭ মিনিটি আগে উপস্থিত হয়ে দেখি র্যালি শুরু হয়ে গেছে। আবার আলোচনা সভা শুরু হলে গিয়ে দেখি সেখানে চেয়ারম্যানদের কোন চেয়ার নেই। আসন না পেয়ে দুই ভাইস চেয়ারম্যানসহ আমরা সভাস্থান ছেড়ে চলে আসি। বর্তমানে কোন চেয়ারম্যানই কমিউনিটি পুলিশিং ডের অনুষ্ঠানে থাকেননি।
এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার এস, আই আক্কাস আলী বলেন, আমরাতো সবার বসার ব্যবস্থা করেছি। অনুষ্ঠানের শুরুতে তারা (চেয়ারম্যান) এসে চলে গেছেন। একটু সময়তো দিবে? কোন সুযোগ না দিয়েই তারা সভাস্থান ছেড়ে চলে গেছেন। চেয়ারম্যানদের চেয়ার ফাঁকাই রয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এই থানা আপনাদের। আমরা এখানে কেউ চেয়ার দখল করতে আসিনি। আমরা (পুলিশ) বোয়ালমারী থানার মানুষের সেবা করতে এসেছি। আপনাদের থানা আপনাদেরই থাকবে। আমরা চলে যাবো। দয়া করে আমাদের উপর রাগ করবেন না। পুলিশকে সহযোগিতা করুন। পুলিশ আপনাদের সব রকম সেবা দিতে প্রস্তুত।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.