বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বড়চালার তজিবর রহমানের বিরুদ্ধে স্থানীয় এক ব্যক্তির প্রতিহিংসায় বিদ্যুৎ মামলা দেওয়ায় মামলাটির প্রত্যাহারের দাবিতে ভালুকা প্রেসক্লাবে স্মারকলিপি দিয়েছে ওই ভুক্তভোগী
ভুক্তভোগী জানান, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বড়চালা গ্রামের মৃত: নূরুল ইসলামের ছেলে তজিবর রহমান পিডিপির একজন আবাসিক বিদ্যুৎ গ্রাহক। যার হিসাব নং-(৩৬৬৬৬) গ্রাহক নং-৭৫০৬৭৯৮১/ উল্লেখ্য গত ৩০/০৫/ ২০২২,ইং তারিখে বিদ্যুৎ দপ্তরে কর্মরত এক নং স্বাক্ষীর নেতৃত্বে উল্লেখিত ঘটনায় কারিগরী টিম ঘটনাস্থল পরিদর্শনে আসিয়া তাৎক্ষণিক ব্যবহারিত মিটারের সার্ভিস তার ও বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়। বিদ্যুৎ ব্যবহার করার ফলে বিউবোর রাজস্ব ক্ষতির পরিমাণ ৯৩,৪৪২/ হাজার টাকা উল্লেখ করে মোঃ তজিবর রহমানের বিরুদ্ধে স্থানীয় ব্যক্তির প্রতিহিংসার শিকার হয়ে বিদ্যুৎ মামলার আসামী হয়েছে। তিনি দাবি করেন সরকারী রাজস্ব ক্ষতি আদায়ের জন্য রুজুকৃত মামলাটি ষড়যন্ত্র মিথ্যা হয়রানি মাত্র। অতিরিক্ত বিদ্যুৎ বিল করিয়া টাঙ্গাইল জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট ( যুগ্ম জেলা ও দায়রা জজ) বিদ্যুৎ আদালতে একটি মামলা দেয়। মামলা নং (নম্বর ৩১৮)২২/। তিনি মামলাটির সুষ্ঠু তদন্তের দাবি জানান। বিদ্যুৎ মন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রেরণ করেন। গত ২৩/১০/২২ই, তারিখে ওই ঘটনার বিলম্ব বিদ্যুৎ বিল জমা দিতে গিয়ে তার বিলটি ০০০ আসে।
তজিবর রহমান জানান, উক্ত মামলাটি প্রত্যাহার না করলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.