ডেস্ক রিপোর্ট : ‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই স্লোগানে নানা আয়োজনে যশোরের বিভিন্নস্থানে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন হয়েছে। বিস্তারিত রির্পোটে-
যশোর : দিবসটি উপলক্ষে যশোর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যোগে সকালে শহরের পুলিশ সুপার কার্যালয় থেকে র্যালি বের করে। বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন্সে এসে শেষ হয়। পরে পুলিশ লাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাখেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মোহাম্মদ বেলাল হোসাইন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন যশোর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং ফোরাম যশোরের সদস্য সচিব ও ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে.এম ইকবাল হোসেন, কোতয়ালি থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হারুন অর রশিদ, শার্শা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইব্রাহীম খলিল, চৌগাছা থানার এসআই বিপ্লব সরকার।
এ বছর শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হয়েছেন শার্শা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইব্রাহীম খলিল। শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হয়েছেন এসআই বিপ্লব সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবির, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ প্রমুখ।
শার্শা : দিবসটি উপলক্ষে নাভারণ হাইওয়ে থানা পুলিশ উদ্যোগে সকালে র্যালি ও আলোচনাসভা হয়েছে। থানা চত্বরে পুলিশ ও জনতার সমন্বয়ে আলোচনাসভা করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সার্কেল হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ এনামুল কাদির শামিম।
ঝিকরগাছা : দিবসটি উপলক্ষে সকালে ঝিকরগাছা থানায় বেলুন উড়ানো, কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনাসভা করা হয়। থানা চত্বরে অফিসার ইনচার্জ সুমন ভক্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, পৌরমেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মুফতি আব্দুল্লাহ হুসাইন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী।
বাগআঁচড়া (যশোর): শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের হলরুমে সকালে বাগআঁচড়া বিট পুলিশং এর আয়োজনে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আাসাদুল ইসলামের সভাপতিত্বে ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এএসআই ফিরোজ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) কাজী শহিদুল ইসলাম।
বাঘারপাড়া : দিবসটি উপলক্ষে সকালে বাঘারপাড়া থানা চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওসি ফিরোজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার খ, সার্কেল জনাব মুকিত সরকার, বিশেষ অতিথি সাবেক প্রাথমিক শিক্ষাসচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা রাণী বিশ্বাস, ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, জাকির হোসেন, রবিউল ইসলাম রবি, আসাদুজ্জামান মিন্টু, আরিফুল ইসলাম তিব্বত,আমিনুর রহমান সরদার,সাবেক ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন বাবলু, প্রভাষক নজরুল ইসলাম, বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাষ্টার হুমায়ূন কবির, অরুণ অধিকারী, গোলাম সরোয়ার,আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও ১ নম্বর পৌর কাউন্সিল ফয়সাল আহম্মেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঘারপাড়া থানার সেকেন্ড অফিসার এস আই রাজ কিশর পাল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.