আন্তর্জাতিক ডেস্ক : ভারত চিনি রপ্তানির নিষেধাজ্ঞা আরো এক বছরের জন্য বাড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তির বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, চলতি মাস থেকে চিনি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরো এক বছর বাড়ানো হয়েছে। এই নিষেধাজ্ঞা ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
দেশটির শিল্প কর্মকর্তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এ বছর রেকর্ড পরিমাণ চিনি উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। প্রত্যাশা অনুযায়ী উৎপাদন হলে প্রায় আট মিলিয়ন টন চিনি রপ্তানির সিদ্ধান্ত আসতে পারে।
ভারত গত মে মাসে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে। যা চলতি বছরের অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়েছিল। মূলত, চিনির দামে লাগাম টানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সূত্র – এনডিটিভি
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.