এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় নানা কর্মসুচির মধ্যদিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিংডে-২০২২। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০ টায় শহরের পাকাঁপোলের মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাতক্ষীরা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী, অতিরিক্ত জেলা প্রশাসক তানজিল্লুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, সাতক্ষীরা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোৎ¯œারা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা।
আলোচনা সভায় প্রধান অতিথি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত আছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে জীবনের ঝুকি নিয়ে জঙ্গি-সন্ত্রাস ও মাদক মুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং-ডের কেক কাটেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.