আন্তর্জাতিক ডেস্ক : দু’টি ক্ষুদ্র জাতির মধ্যে তুমুল সংঘর্ষে পাপুয়া নিউগিনির ‘আইল্যান্ড অব লাভ’ খ্যাত ভালোবাসার দ্বীপে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন ১৫ জন।
সুত্র জানায়, ভালোবাসার দ্বীপে কুলুমাটা এবং কুবোমা গ্রুপের মধ্যে সোমবার থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে। এই দ্বীপটি পাপুয়া নিউগিনির মিলনি বে প্রদেশে অবস্থিত। দ্য গার্ডিয়ানের সবশেষ রিপোর্টে তাদের মধ্যে ওই দুই ক্ষুদ্র জাতির মধ্যে সংঘর্ষ চলমান রয়েছে বলে জানায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ মঙ্গলবার ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ কথা জানিয়েছেন দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী পিটার সিয়ামালিলি। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে তাদের উপর লাঠি চার্জ করার নির্দেশনাও দেয়া হয়েছে।
সুত্র --- দ্য গার্ডিয়ানের।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.