সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) থেকে ঃ ঘুর্নীঝড় চিত্রাং এর প্রভাবে যশোরের বাঘারপাড়া উপজেলায় সবজী জাতীয় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।
খোঁজখবর নিয়ে জানা যায়, গত ২৪ অক্টোবর সকাল থেকে উপজেলার প্রায় সব অঞ্চলে গুঁড়ি গুড়ি বৃষ্টি সহ হালকা ঝড়বৃষ্টি শুরু হয়। এদিন বিকেলে থেকে গভীর রাত পযর্ন্ত বাতাসের তীব্রতা কিছুটা বৃদ্ধি পায়। এতে ঘরবাড়ির কোন ক্ষয়ক্ষতি না হলেও এই এলাকার কৃষকের ফসলের মাঠ ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে সবজি জাতীয় ফসলের ক্ষতি হয়েছে। খোঁজ নিয়ে দেখা যায়, উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের পেপে, কলা, লাউসহ শাকসবজি, জাতীয় ফসল বৃষ্টি ও বাতাসের কারণে ভেঙ্গে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, রাধানগর গ্রামের শাহিন শিকদারের প্রায় ৪০ শতক জমির পেঁপে গাছ ভেঙ্গে পড়েছে। এছাড়া মাঠ ঘুরে দেখা গেছে, বেশির ভাগ কৃষকের শীত মৌসুমের সবজি জাতীয় ফসলের কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.