গনমাধ্যম | তারিখঃ অক্টোবর ২৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3528 বার
আন্তর্জাতিক ডেস্ক : ঘানার উত্তর-পূর্বাঞ্চলে পূর্ব মামপ্রুসি পৌরসভার রাজধানী গামবাগা। সেখানে থাকেন দেশটির সবচেয়ে লম্বা ব্যক্তি। তার নাম সুলেমানা আব্দুল সামেদ। তবে স্থানীয়রা তাকে আউচে বলে ডাকেন।তার উচ্চতা ২.৯ মিটারের বেশি। সহজ ভাষায় ৯ ফুট ৬ ইঞ্চি লম্বা তিনি।
যেখানে তার মতো একজন পূর্ণবয়স্ক মানুষের উচ্চতা জাতি, কাল, পাত্র ভেদে ৫ ফুট থেকে ৬ ফুট বা তার কিছু বেশি হতে পারে। উচ্চতার কারণে স্থানীয়দের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছেন তিনি। তিনি যেখানেই যান মানুষ তার সঙ্গে একটি ছবি তুলতে চান।
বিশেষজ্ঞরা তাকে জানিয়েছেন যে তার জাইগেন্টিজম নামে বিরল এক জটিলতা রয়েছে। যা অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে। জাইগান্টিজম বা দৈত্যাকার গড়নের সবচেয়ে সাধারণ কারণ হল একটি শিশুর পিটুইটারি গ্রন্থিতে একটি বিনাইন বা ক্যান্সারবিহীন টিউমারের অবস্থান।
যা অতিরিক্ত হারে শারীরিক বৃদ্ধির হরমোন নিঃসরণ করে। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হল জাইগান্টিজমের সবচেয়ে সাধারণ চিকিৎসা পদ্ধতি।
সুত্র — বিবিসি বাংলা ।